শৈলকুপায় পৌরভবনে ভাঙচুর, মেয়রের সমর্থককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ভবনে ভাঙচুর চালানো হয়েছে। কার্যালয়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগও করা হয়। এ সময় পৌর মেয়রের এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহত মহিদুল ইসলাম চর আউশিয়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে এবং পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সমর্থক। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে বিকেল ৫টার দিকে পৌরসভার পার্শ্ববর্তী বাজারে ইকু গ্রুপের সমর্থক ভুট্টুকে পেয়ে তাড়া করেন মেয়র আশরাফুল আজমের সমর্থকরা।

এরই জেরে কিছুক্ষণ পরে ইকু গ্রুপের সমর্থকরা লাঠি-সোটাসহ ধারালো অস্ত্র নিয়ে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে জানালা দরজা ভাঙচুর করে। এ সময় তারা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এরপর পশু হাসপাতালের সামনে বসে থাকা অবস্থায় মেয়র গ্রুপের মহিদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শৈলকুপায় পৌরভবনে ভাঙচুর, মেয়রের সমর্থককে কুপিয়ে জখম

এ বিষয়ে পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন, আমি তো ঢাকায় আছি। শুনলাম ইকু শিকদারের নেতৃত্বে পৌরসভায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এ বিষয়ে ওয়াহিদুজ্জামান ইকু বলেন, পৌরসভায় আমার কোনো লোকজন হামলা চালায়নি। পৌর মেয়রের নিজেদের লোকজন মারামারি করে আমার ওপর দোষারোপ করতে চাচ্ছে।

এদিকে শৈলকুপা ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জাগো নিউজকে বলেন, পৌরসভা কার্যালয় চত্বরে মোটরসাইকেলে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।