হিলি চেকপোস্টে যাত্রীদের করোনা টেস্ট, ব্যবস্থা নেই ট্রাকচালকদের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক দিনাজপুর (হিলি)
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
হিলি চেকপোস্ট

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পার্সপোর্টধারীদের কারোনা টেস্ট করা হলেও কোনো ব্যবস্থা নেই ট্রাকচলকদের। তাদের মাধ্যমে প্রাণঘাতী করোনা এদেশেও ছড়িয়ে পড়তে পারে এ আশংকা করছেন স্থানীয়রা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৮ পাসপোর্টধারী বাংলাদেশি ফিরলেও কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

এদিকে ভারতে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ায় ইমিগ্রেশন চেকপোস্টে পাসর্পোটধারী যাত্রীদের করোনা টেস্ট করানো হচ্ছে। সেখানে পণ্যবাহী ট্রাকচালকদের জন্য নেওয়া হয়নি বাড়তি কোনো সর্তকতা। চালকরা ট্রাক নিয়ে আগের মতোই চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন। ফলে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছেন হিলিবাসী।

হিলির হাকিমপুর হাসপাতালের মেডিক্যাল অফিসার হুমায়ুন কবির জানান, ‘হাসপাতালের একটি মেডিক্যাল টিম ইমিগ্রেশন চেকপোস্টে সার্বক্ষণিক কাজ করছে। ভারত থেকে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের করোনার র‌্যাপিট অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে।’

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।