মেহেরপুর পাসপোর্ট অফিসে অভিযান, দালালের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
আটক রেজাউল ইসলামকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে মিনারুল ইসলাম (৪০) নামের দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ এ আদেশ দেন। রেজাউল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খরদ গ্রামের সোনা উল্লাহ মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি পাসপোর্টসহ রেজাউল ইসলামকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিনারুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।