টুঙ্গিপাড়ায় শীতবস্ত্র পেলো ৪০০ শিশু
শিশুর হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রর ৪০০ শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
মেহেদী হাসান/এসজে/এএসএম