টুঙ্গিপাড়ায় শীতবস্ত্র পেলো ৪০০ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১০ জানুয়ারি ২০২২
শিশুর হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রর ৪০০ শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

মেহেদী হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।