কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১১ জানুয়ারি ২০২২

৬০ হাজার পিস ইয়াবাসহ একরাম উল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে টেকনাফ-সাবরাং সড়কের গুলিক্কার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকের বাসিন্দা আবুল বাশারের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে থানার এসআই হোসাইন, এসআই সজীব ও এসআই রউফ বুলবুলের সমন্বয়ে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৮০ টাকা।

তিনি আরো জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।