গরু ডাকাতির সময় ইউপি চেয়ারম্যানের ভাতিজাসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৬ এএম, ১২ জানুয়ারি ২০২২

গরু ডাকাতির প্রস্তুতির সময় ৩ গরু চোরকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নবী হোসেন চৌধুরীর ভাতিজা বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, কোনাখালী গ্রামের টুক্কুর ছেলে কাইসার(২৫), পূর্বভেওলার জামালের ছেলে রিপন (২৪) ও রামপুর এলাকার শহীদুল ইসলাম (২২)। কাইসার সাহারবিল ইউপির নতুন চেয়ারম্যান নবী হোসনের বড় ভাই টুক্কুর ছেলে বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, মঙ্গলবার ভোরে ফাঁসিয়াখালীতে একদল ব্যক্তি গরু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ৩ গরু চোরকে আটক করতে সক্ষম হই। আটকদের কাছ থেকে সাবলসহ গরু ডাকাতির সরঞ্জামাদি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। সবগুলো যাচাই-বাচাই করে মামলা করা হবে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।