পদত্যাগ করলেন জাপা নেতা মাসুদুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৩০ এএম, ১২ জানুয়ারি ২০২২

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান।

বুধবার (১২ জানুয়ারি) শরীয়তপুর আদালত সংলগ্ন তার ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেই গণমাধ্যমকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আমি ১৭ বছর যাবত জেলা জাতীয় পার্টির সভাপতি। ৬ বছর যাবত কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি ২০১৮ সালে ব্রেন স্ট্রোক করি। সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকায় হাসপাতালে নিলে চারটি ব্লক ধরা পরে। তাই শারীরিক অসুস্থতার কারণে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো না। বিধায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।

ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।