ভারতে অনুপ্রবেশের সময় আটক ২২ বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৫ জানুয়ারি ২০২২
বিজিবির হাতে আটক ২২ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার কানাইডাঙ্গা থেকে জ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে পুরুষ ১৩, নারী চার এবং শিশু পাঁচজন রয়েছে। তাদের বাড়ি কক্সবাজারে উখিয়া, সিলেটের বিশ্বনাথ, সুনামগঞ্জের ছাতক, খুলনা, সাতক্ষীরাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ জাগো নিউজকে বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে সতর্ক অবস্থানে আছে বিজিবি। আটকদের জিজ্ঞাসাবাদে তারা কেউ চিকিৎসা, কেউ আত্মীয়র বাড়ি বেড়ানোসহ নানা কারণে ভারতে যেতে এ অবৈধ পথ বেছে নিয়েছে বলে জানায়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।