ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে মিন্টু মিনা ওরফে কোটন (৫০) নামের এক ব্যবসায়ীকে কুডিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ফকিরকান্দি লেকপাড় ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মিন্টু মিনা ওরফে কোটন সদর উপজেলার ফকিরকান্দি এলাকার মৃত আকতার মিনার ছেলে। তিনি মোটর পার্টসের ব্যবসা করতেন।
নিহত ব্যক্তির ভাগনে ইমন শেখের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ বলেন, শনিবার (১৫ জানুয়ারি) রাতে দোকানের কাজ শেষে বাড়ি ফেরেন মিন্টু মিনা। পরে রাত ১০টার দিকে তিনি রুটি ও জর্দা কিনে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। আজ সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি লেকপাড় ব্রিজের পাশে ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
মেহেদী হাসান/এসআর/জিকেএস