হিলি সীমান্ত থেকে দুই মাদরাসাছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্তে ঘুরতে গেলে দুই মাদরাসাছাত্রকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫/১০ এস পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তাদের ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছেন বিজিবির সদস্যরা।
আটক দুই কিশোর হলো- আলীহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন ও ওই এলাকার আরমান আলীর ছেলে রিফাত হোসেন। তারা দুজনই আলীহাট গাজী আমিনিয়া মাদরাসার ছাত্র।
এ বিষয়ে ২০ বিজিবি ব্যাটালিয়ানের ক্যাম্প কমান্ডার ইয়াছিন আলী জাগো নিউজকে বলেন, সকালে ওই দুই ছাত্র হিলি বাজারে টিকা নিতে আসেন। টিকাগ্রহণ শেষে ভারতের পাশে সীমন্তে ঘুরতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী তাদের ধরে নিয়ে যায়। তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দিলে তারা দুই মাদরাসাছাত্রের জন্মসনদ নিয়ে আসতে বলে। বিকেল ৪টার দিকে উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে সীমান্তের ২৮৫/১০এস পিলারের কাছে পতাকা বৈঠক শুরু হয়। পরে বিস্তারিত জানা যাবে
মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস