নোয়াখালী পৌরসভা: দ্বিতীয়বারের মতো মেয়র হলেন শহিদ উল্লাহ

নোয়াখালী পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদ উল্লাহ খান সোহেল।
রোববার (১৬ জানুয়ারি) রাতে নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
নির্বাচনে নৌকার প্রার্থী মো. শহিদ উল্লাহ খান সোহেল পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকে মো. সহিদুল ইসলাম কিরণ পেয়েছেন আট হাজার ৬২৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ ওয়ার্ডের ৩৪ কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লুৎফুল হায়দার লেলিন মোবাইল ফোন প্রতীক নিয়ে দুই হাজার ২৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে, আবু নাছের (নারিকেল গাছ) এক হাজার ১১৭, মো. কাজী আনোয়ার হোসেন (জগ) ২২৭, মো. শহীদুল ইসলাম (হাতপাখা) ৯৫০ ও মো. সামছুল ইসলাম মজনু (লাঙ্গল) ১৭৯ ভোট পেয়েছেন।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতিটি কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জাগো নিউজকে বলেন, ১৪৬ বছরের পুরোনো এ পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম