স্কুলছাত্রীকে অপহরণের পর বাবার নির্বাচনী প্রচারণায় ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
আবদুল কাইয়ুম সজিব

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে (১৬) পাঁচদিন আগে অপহরণ করেন আবদুল কাইয়ুম সজিব (২৩) নামে এক তরুণ। ঢাকার পরিচিত এক বোনের বাসায় মেয়েটিকে লুকিয়ে রাখেন। পরে এলাকায় এসে ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থী বাবার গণসংযোগ করতে থাকেন সজিব।

এদিকে স্কুলছাত্রীকে খুঁজে না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। জিডির পর পুলিশ অভিযান চালিয়ে সজিবকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি অপহরণের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সজিবকে জেলা কারাগারে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আবদুল কাইয়ুম সজিব চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার বাবা ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশ জানায়, ১৪ জানুয়ারি সন্ধ্যায় স্কুলছাত্রীকে অপহরণ করে সজিব তার পরিচিত বোনের ঢাকার বাসায় লুকিয়ে রাখেন। পরে সে এলাকায় এসে প্রকাশ্যে মেম্বার প্রার্থী বাবার গণসংযোগ করেন। ১৭ জানুয়ারি মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। ওইদিনই সজিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে ১৮ জানুয়ারি রাতে ঢাকার মিরপুর থেকে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জাগো নিউজকে বলেন, সজিবের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।