মাস্ক হাতে ভোটারদের দ্বারে দ্বারে মেম্বার প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২২
এক নারী ভোটারকে মাস্ক দিচ্ছেন মেম্বারপ্রার্থী আব্দুর রাজ্জাক

ষষ্ঠ ধাপে দিনাজপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

নির্বাচনে জয়ী হতে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ভিন্নধর্মী প্রচারণা চালাতে দেখা গেছে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুর রাজ্জাককে।

নিজেই হাতে মাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের নিজ প্রতীকের লিফলেট সঙ্গে করোনা সংক্রমণ রোধে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন মাস্ক। ভোট চাওয়ার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সচেতন হতে হাত মাইকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।

jagonews24

ভিন্নধর্মী প্রচারণার কারণ সম্পর্কে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি। পাশাপাশি ভোটারদের করোনা সংক্রমণ রোধে সচেতন হতে বলছি মাস্কও দিচ্ছি। কয়েকদিন থেকে করোনা তো বাড়তির দিকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার জন্য জানানো হচ্ছে। আমি তো জনগণের প্রতিনিধি হতে চাই, তাদের সবার ভালো থাকাটাও আমি চাই। তাই আমি নিজ উদ্যোগেই ভোটারদের সচেতন করতে এধরনের প্রচারণার পথ বেছে নিয়েছি।

ওই ওয়ার্ডের রাহেলা খুতুন নামের এক নারী ভোটার বলেন, ‘প্রার্থীরা ভোট চাহিবা আসি মাস্ক দেন এইটা মুই কোন দিন দেখনি। মেম্বারপ্রার্থী আব্দুর রাজ্জাকের এই কাজটা মক ভাল লাগিছে। ভোটও চাহেছে আর মানুষক করোনার কথাও কহেছে।’

দায়িত্বে প্রাপ্ত রিটানিং অফিসার সামসুল আযম জানান, মাস্কে যদি প্রতীক থাকে তাহলে আইনগত বাধ্যবাধকতা আছে, আর যদি না থাকে তবে বৈশ্বিক এ মহামারির সময় সাস্থ্যবিধি সম্পর্কে সবাইকে সচেতন করে মাস্ক প্রদান করলে কোনো সমস্যা নেই।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।