মোটরসাইকেলে প্রাণ গেলো দুই ভাইয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:১৮ এএম, ২১ জানুয়ারি ২০২২

মাদারীপুরের ধুরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরো হলো- ওই এলাকার লোকমান ফরাজির ছেলে নাইম ফরাজি (১৮) ও জহির ফরাজির ছেলে জনি ফরাজি (১৭)। সম্পর্কে তারা চাচা ভাই। দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে নাঈম ও জনি গুরুতর আহত হয়। পরে নাইম ফরাজিকে মাদারীপুর সদর হাসপাতালে ও জনিকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামরুল ইসলাম মিয়া জানান, মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

কেমএম নাসিরুলdহক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।