চাঁপাইনবাবগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বৃদ্ধ একই ইউনিয়নের বাসিন্দা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে আমরা জনাতে পারি সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন ওই বৃদ্ধ। এসময় দ্রুত গিয়ে তাকে গ্রেফতার করি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আগামীকাল (শনিবার) তাকে আদলতে পাঠানো হবে।
সোহান মাহমুদ/ এমআরআর