কবর থেকে কঙ্কাল চুরি, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৪ জানুয়ারি ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে দুই শিশুর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন-পোগলদিঘা গ্রামের রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ (২৪) ও সাগর আলীর ছেলে মোহাম্মদ আলী (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পোগলদিঘা গ্রামের জহুরুল ইসলামের শিশুকন্যা জহুরা (৫) দুই বছর আগে মারা যায়। একই গ্রামের আব্দুল বারেকের ছেলে শামীম মিয়া (১০) মারা যায় ১২ বছর আগে। তাদের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। শুক্রবার গভীর রাতে শেখ ফরিদ ও মোহাম্মদ আলী কবর থেকে ওই দুই শিশুর কঙ্কাল চুরি করেন।

এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে সোমবার সকালে শেখ ফরিদ ও মোহাম্মদ আলীকে বাড়ি থেকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পোগলদিঘা গ্রামের জহুরুল ইসলাম বলেন, তার মেয়ের কঙ্কাল চুরির সঙ্গে জড়িতরা একই গ্রামের। কী কারণে তারা এমন কাজ করেছেন তা আমার জানা নেই। এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে ধরে পুলিশকে দেয়।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ গ্রেফতার দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নাসিম উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।