মেহেরপুরে ৬ ইটভাটাকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন

মেহেরপুরের গাংনীতে ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার পোড়াপাড়া ও বামন্দী এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন।

তিনি জানান, আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে অভিযান হয়। অভিযানে পোড়াপাড়ার মোয়াজ্জেম ব্রিকস, আরএসবি, ফাইভস্টার ও বামন্দীর এমএসআরএফএল ও বিজিএল ব্রিকস থেকে আড়াই লাখ করে এবং বামন্দীর সিবিএল ব্রিকস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান জানান, অনুমতি না নিয়ে এবং কয়লার বদলে কাঠ পোড়ানোর অভিযোগে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।