হাঁস খুঁজতে গিয়ে সুবর্ণখালী নদীতে ব্যবসায়ী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
উৎসুক মানুষের ভিড়

জামালপুরের সরিষাবাড়ীতে হাঁস খুঁজতে গিয়ে লতিফুর রহমান (৬০) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) সুবর্ণখালী নদীর উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ এলাকায় নিখোঁজ হন তিনি। তিনি সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লতিফুর রহমান উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাঁস-মুরগি কেনাবেচা করে আসছেন। বুধবার কিছু হাঁস কিনে ব্রিজের ওপর বসেছিলেন। এ সময় একটি হাঁস ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। হাঁসটিকে ধরার জন্য তিনিও পানিতে নেমে পড়েন। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

শাহজামাল নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘নদীতে হাঁস খুঁজতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ডুবুরির দল পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করছে।’

এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ‘নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। ডুবুরিদল উদ্ধার অভিযান সমাপ্ত করে আজকের মতো চলে গেছে। আগামীকাল সকালে আবারও উদ্ধার কাজ শুরু হবে।’

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।