রাজৈর উপজেলা চেয়ারম্যান হলেন রেজাউল করিম শাহিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:০১ এএম, ২৮ জানুয়ারি ২০২২

মাদারীপুরের রাজৈর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম শাহিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিজয়ীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ‘নির্বাচনে রেজাউল করিম শাহিন চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ৫৭৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. মহাসিন মিয়া পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।’

উপজেলায় মোট ভোটার এক লাখ ৮৪ হাজার ২১০জন। পৌরসভার ১১ ইউনিয়নের ৬৪ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে ২০২১ সালের ১৩ জুলাই রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ মোতালেব মিয়া মৃত্যুবরণ করায় পদটি শূণ্য হয়।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।