কুষ্টিয়ায় আরও ২১৩ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৮৮ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৫২১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যে শনাক্তের রেকর্ড। এ সময়ে ১৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন ‘

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৬৪ জনের দেহে। এর মধ্যে ১৮ হাজার ১৬২ জন সুস্থ হয়েছেন।

আল-মামুন সাগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।