টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

বঙ্গবন্ধুর সমাধি সৌধে আসা এক দর্শনার্থী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে প্রবেশ দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে আগামী ১০ ফেব্রয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বঙ্গবন্ধুর সমাধি সৌধ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
গোপালগঞ্জসহ সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসন এ নিষোধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে। এরই মধ্যে সমাধি সৌধের বাইরে এ- সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
মেহেদী হাসান/এসআর/এএসএম