সন্তান জন্মের ৪ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত নারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ৩০ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

বগুড়ায় সন্তান জন্ম দেওয়ার চার ঘণ্টা পর মারা গেছেন সানজিদা বেগম (২৩) নামে করোনায় আক্রান্ত এক নারী।

রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সানজিদা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের মোহাম্মাদ রিমনের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার দিনগত রাত সানজিদা করোনা আক্রান্ত অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে সন্তান প্রসবের জন্য ভর্তি হোন। ভোর ৪টায় তিনি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন। পরে সকাল ৯টায় আবারও তার প্রচণ্ড রকম শ্বাসকষ্ট শুরু হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল জাগো নিউজকে বলেন, দিনগত রাতে ভর্তির হওয়ার সময় সানজিদার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাকে পুরো সময়ই অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। ভোরে সন্তান জন্ম দেন। পরে সকাল ৯টার দিকে তিনি মারা যায়। নবজাতক সুস্থ আছে। তাকে পরিবারের লোকজন বাড়ি নিয়ে যাচ্ছে

সানজিদা বেগমের বাবা আবুল খায়ের জাগো নিউজকে বলেন, সন্তান জন্মের পর আমার মেয়ে মারা যায়। আমার নাতি সুস্থ আছে। মেয়ের মরদেহ আর নাতিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।