যৌতুক না পেয়ে শ্বশুরের দুইশো মণ ধান পুড়িয়ে দিল জামাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরের বর্গা চাষে পাওয়া ২৭৫ আঁটির প্রায় দুইশো মণ ধান আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।

রোববার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বড় টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী ইব্রাহিম ফরাজি বলেন, যৌতুকের জন্য কুলসুমকে মারধর করে গত একমাস আগে বাড়ি থেকে বের করে দেয় রাজীব। এরপর বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যান তিনি।

তিনি আরও জানান, কয়েকদিন কুয়াশা থাকায় ৩৩০ শতাংশ জমির দুইশো মন ধান কেটে ঘরের উঠানের জন্য পালা দিয়ে রাখা হয়। যৌতুক না পেয়ে স্বামী রাজিব মৃধা ভোর রাতে ধানের পালায় আগুন লাগিয়ে দেন।

jagonews24

স্থানীয় মসজিদের ইমাম মোয়াজ্জেম ইউসুফ আলী সরদার বলেন, আগুন দেখতে পেয়ে ইব্রাহিম ফরাজীকে ডেকে এলাকার লোকজনসহ আগুন নিভিয়ে ফেলি। কিন্তু এতে কোনো ধান রক্ষা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জামাতা রাজিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে জামাতাই শ্বশুরের ধানের আটিতে আগুন দিয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।