ভৈরব স্টেশনে ইউএনওর মানিব্যাগ ছিনতাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:০০ এএম, ৩১ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে ইউএনওর মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার চারদিন পার হলেও ছিনতাই হওয়া মানিব্যাগ উদ্ধার করতে পারেনি রেলওয়ে পুলিশ।

জানা যায়, গত ২৬ জানুয়ারি দুপুরে আন্তঃনগর চট্টলা ট্রেনে বিশেষ কাজে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে আসেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও সঙ্গে ছিলেন। ওইদিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছাতে একঘণ্টা বিলম্ব হয়। ইউএনও ট্রেনে উঠার সময় তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। বিষয়টি রেলওয়ে পুলিশ প্রথমে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ফলে রেল কর্মচারীরা বিষয়টি নিয়ে মুখ খুলেননি।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে রেলের বিভিন্ন কর্মচারীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, ২৬ জানুয়ারি দুপুরে স্টেশনের মূল ফটক বরাবর ১নং প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টলা ট্রেনে উঠার সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার মানিব্যাগ ছিনতাই হয়।তবে প্ল্যাটফর্মে থাকা সিসি ক্যামেরা ফুটেজে ওই ছিনতাইকারীর চেহারা স্পষ্ট দেখা যায়নি।

সাধারণ যাত্রী ও স্থানীয়রা জানান, স্টেশনে সিসি ক্যামেরা থাকার পরও ভৈরবের ইউএনও’র মানিব্যাগ ছিনতাই দুঃখজনক।ভৈরব স্টেশনে প্রতিনিয়তই একটি সংঘবদ্ধ চক্র যাত্রীদের মানিব্যাগ, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই হলেও রেলওয়ে পুলিশ নির্বিকার।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, ট্রেনে ওঠার সময় পকেট থেকে মানিব্যাগ নিয়ে যায়। ম্যানিব্যাগে ৫৫ হাজার টাকা, ক্রেডিট কার্ড, ডেভিড কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। এ বিষয়ে পরর্বতীতে মামলা করবেন বলে জানান তিনি।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকনর্তা (ওসি) ফেরদাউস আহাম্মেদ বিশ্বাস বলেন, ইউএনওর মানিব্যাগ উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।