ধর্ষণের শিকার গৃহবধূ হাসপাতাল থেকে নিখোঁজ, ফাইলও গায়েব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল

সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ধর্ষণের শিকার গৃহবধূ নিখোঁজ ও ফাইল গায়েবের ঘটনা ঘটেছে। এতে হাসপাতাল জুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে ১১টার দিকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের এক গৃহবধূ (৩৬) ধর্ষণের শিকার হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। শারীরিক পরীক্ষার পর থেকে ফাইলসহ তাকে আর পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের কথা বলে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গাইনী বেডে পাঠানো হয়েছে।’

গাইনী ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার বলেন, ‘রোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এসময় তার কাছে ফাইল ও রোগী কোথায় রয়েছে জানতে চাইলে তিনি ডা. আফরোজার সঙ্গে যোগাযোগ করতে বলেন। ফাইল এবং রোগী সম্পর্কে তিনি বলতে পারবেন।’

এ বিষয়ে গাইনী বিভাগের চিকিৎসক ডা. আফরোজা খাতুন বলেন, ‘রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করেছি। পরে তার আলামত নেওয়া হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য বেডে পাঠানো হয়েছে। এর বেশি কিছুই জানি না। ফাইল ও রোগীর বিষয়টি আমার জানা নেই।’

সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. সাইফুল ইসলাম রোগী ও ফাইল গায়েবের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে জনবল কম থাকায় আমাদের সমস্যা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, বিষয়টি আমার জানা নেই। আপনি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।