স্কুলছাত্রীর বিয়ের আয়োজন, বর-কনের বাবাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সাতুরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার সাতুরিয়া এলাকার মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে ও কনের বাবা মো.ইদ্দীস হাওলাদার (৪৫) এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের কালিঘাটি এলাকার মৃত আব্দুল খালেক মহাজনের ছেলে(বর) মো. নাসির মহাজন (৩২)।

ইউএনও মোক্তার হোসেন অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।