নাতির পিঠে চেপে ভোটকেন্দ্রে ৮৫ বছরের আবুল হোসেন
আবুল হোসেন (৮৫)। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। হাঁটাচলাও করতে পারেন ঠিকমতো। তাই মেয়ের ঘরে নাতির পিঠে চড়েই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসেন এ বৃদ্ধ।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভোট দিতে আসেন তিনি। নাতি মোস্তাফিজের পিঠে চড়ে ভোট কেন্দ্রের দ্বিতীয় তলায় ওঠেন এবং পিঠে বসেই ইভিএমের নিজের ভোটা দেন।
ভোট দেওয়া শেষে জবুথবু চোখে বৃদ্ধ আবুল হোসেন বলেন, ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দেওয়া বাদ যায়নি আমার। বয়স হয়েছে, শারীরিক নানা জটিলতায় বিছানা থেকে উঠতে পারি না। তাই নাতির পিঠে চড়ে ভোট দিতে আসলাম। প্রথমবার মেশিনের মাধ্যমে ভোট দিলাম।
তার নাতি মোস্তাফিজ বলেন, নির্বাচন হবে শোনার পর থেকেই আমার নানা ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তাই নানাকে পিঠে করে নিয়ে এসে ভোট দেওয়ালাম। ভোট দিতে পেরে আমার নানা খুবই খুশি।
নাতির পিঠে বসে ভোট দিতে এসেছেন ৮৫ বছর বয়সী আবুল হোসেন। ছবিটি রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তোলা।
মো. মাহাবুর রহমান/এসজে/এমএস