ষষ্ঠ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৩৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
ষষ্ঠ ধাপের নির্বাচনে বিজয়ীরা

ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের চার প্রার্থী জয়ী হলেও বাকিগুলোতে স্বতন্ত্ররা বিজয়ী হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নবীনগর উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও কসবায় এ প্রতীকে কোনো প্রার্থী ছিলেন না।’

নির্বাচনে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে মো. আক্তারুজ্জামান (মোটরসাইকেল), শিবপুর ইউনিয়নে এম আর মজিব (আনারস), বিটঘর ইউনিয়নে মেহেদী জাফর (নৌকা), কাইতলা দক্ষিণ ইউনিয়নে মো. শওকত আলী (নৌকা), বড়াইল ইউনিয়নে জাকির হোসেন (নৌকা), কৃষ্ণনগর ইউনিয়নে আমজাদ হোসেন (চশমা), বিদ্যাকূট ইউনিয়নে জাকারুল হক (নৌকা) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে কসবা উপজেলার মেহারী ইউনিয়নে মোশাররফ হোসেন, বাদৈর ইউনিয়নে শিপন আহমেদ ভূঁইয়া, গোপীনাথপুর ইউনিয়নে মিজানুর রহমান, বানাউটি ইউনিয়নে বেদন খান, কায়েমপুর ইউনিয়নে ইকতিয়ার আলম রনি, বায়েক ইউনিয়নে বিল্লাল হোসেন ও কসবা পশ্চিম ইউনিয়নে মো. মানিক মিয়া নির্বাচিত হয়েছেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।