মাঝনদীতে অগ্নিকাণ্ড: জামিন পেলেন অভিযান-১০ লঞ্চের মালিক
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার আদালতে করা মামলায় জামিন পেয়েছেন লঞ্চমালিক মো. হাম জালাল শেখ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন।
লঞ্চমালিক হাম জালাল শেখের আইনজীবী মজিবুল হক কিসলু তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আইনজীবী নাজমুল ইসলাম নাসির। পরে ওই মামলায় লঞ্চমালিককে গ্রেফতার দেখানো হয়। রোববার (৩০ জানুয়ারি) তিনি জামিন আবেদন করেন। আজ তাকে (লঞ্চমালিক মো. হাম জালাল শেখ) জামিন দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে জামিনের বিরোধিতা করেন কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) জহিরুল ইসলাম। তিনি বলেন, ওই ঘটনায় ঢাকার স্পেশাল আদালতে একটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় লঞ্চের মালিক কারাগারে আছেন।
গত ২৩ ডিসেম্বর দিনগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় চল্লিশেরও বেশি প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়।
এসআর/জিকেএস