কোম্পানীগঞ্জে স্বতন্ত্রপ্রার্থীর গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
স্বতন্ত্রপ্রার্থীর ক্ষতিগ্রস্ত গাড়ি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের (ঘোড়া) গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তার নির্বাচনী অফিস থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম মিরন জানান, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বীরা আমার ওপর হামলা চালাতে এসে গাড়ি ভাঙচুর করেছে। গত দুইদিন তারা আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) চরকাঁকড়াসহ কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চরকাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।