পুলিশের ভ্যানের ধাক্কায় আহত শিক্ষাবোর্ডের কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
নিহত সুফিয়া খাতুন

পুলিশের টহল ভ্যানের ধাক্কায় আহত দিনাজপুর শিক্ষাবোর্ডের উচ্চমান সহকারী (ক্যালিগ্রাফি) সুফিয়া খাতুন (৪২) মারা গেছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কেবিএম কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সম্পর্কে নিহত সুফিয়া খাতুনের ভাই।

আব্দুস সবুর জানান, গত ৩০ জানুয়ারি বিকেলে শিক্ষাবোর্ড কার্যালয় থেকে অটোরিকশাযোগে শহরের চৌরঙ্গী মোড়ে এসে নামেন সুফিয়া খাতুন। সেখানে একটি বেকারিতে সন্তানদের জন্য বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। এসময় সুইহারীর দিক থেকে আসা একটি পুলিশ টহল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সুফিয়া খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে নিউরো চিকিৎসক তার মাথায় অস্ত্রোপচার করেন। কিন্তু সুফিয়া খাতুনের জ্ঞান ফেরেনি। সেখানে ছয়দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

সুফিয়া বেগম কালিতলা মহল্লার প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানের স্ত্রী। শনিবার (৫ ফেব্রুয়ারি) বাদ জোহর জানাজা শেষে গ্রামের বাড়ি বিরল উপজেলার গগনপুর চৌরাস্তায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।