চার হেলিকপ্টারে রাঙ্গামাটির ৭ কেন্দ্রে গেলো নির্বাচনী সামগ্রী
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৭ ফেব্রুয়ারি। এ আট ইউনিয়নের ৭৭টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ। তবে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুটি ইউনিয়নের সাত কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে সামগ্রী নেওয়া হচ্ছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চার হেলিকপ্টারের মাধ্যমে সাজেক ইউনিয়নের নিউলংকর, শিয়ালদাহ, বেটলিং, লক্ষিছড়ি, তুইসুই এবং বাঘাইছড়ি ইউনিয়নের দোসর ও ভূঁইয়া ছড়া কেন্দ্রের জন্য নির্বাচনী সামগ্রী নেওয়া হয়।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা চৈতালী চাকমা জাগো নিউজকে বলেন, সরাসরি কোনো পথ না থাকায় চারটি হেলিকপ্টারের মাধ্যমে সাত কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নেওয়া হচ্ছে। আট ইউনিয়নের ৭৭টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সবকয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত হওয়ায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুলিশ বিজিবি, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের একটি ইউনিট থাকবে। এছাড়া ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
শংকর হোড়/এসজে/জেআইএম