বঙ্গবন্ধুর ম্যুরালে উন্মত্ত আচরণ: যুবক আটক, ৩ পুলিশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
কুষ্টিয়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপরে উঠে এক যুবককে উন্মত্ত আচরণ করতে দেখা গেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে এ ঘটনায় দায়িত্ব এবং কর্তব্যে অবহেলার দায়ে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিন-দুপুরে ম্যুরালের ওপর উঠে ওই যুবককে দাঁড়িয়ে উন্মত্ত আচরণ করতে দেখা যায়। এদিকে, ম্যুরাল চত্বরে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ও জনতার চোখ এড়িয়ে কিভাবে ওই ব্যক্তি ম্যুরাল বেয়ে ওপরে উঠেছেন তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৩ টার দিকে শহরের জনাকীর্ণ এলাকা পাঁচ রাস্তা মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল বেয়ে ওপরে ওঠেন ওই ব্যক্তি। ম্যুরালের ওপরে উঠে তাকে উন্মত্ত আচরণ করতে দেখা যায়। এসময় ঘটনাটি পথচারীসহ স্থানীয়দের দৃষ্টিগোচর হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ওই ব্যক্তি ম্যুরাল থেকে নেমে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উঠে উন্মত্ত আচরণের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে মুহূর্তের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ওই ব্যক্তিকে শনাক্তের জন্য আদাজল খেয়ে মাঠে নামে। এরপর ঘটনার মাত্র আধা ঘণ্টার মধ্যে শহরের বড় বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি অপ্রকৃতস্থ নাকি ওপরে ওঠার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল পুলিশ তা খতিয়ে দেখছে।

পুলিশ জানায়, আটক ওই ব্যক্তির নাম শাকিল। প্রাথমিকভাবে তার বাড়ি জয়পুরহাটে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছিল।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সিসি ক্যামেরা পর্যবেক্ষণসহ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে ওই ব্যক্তি শুধু একাই জড়িত নাকি অন্য আরও কেউ জড়িত রয়েছে পুলিশ এসব বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ৪ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা একই কায়দায় ওপরে উঠে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত ও ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ শহরতলির জুগিয়া এলাকার একটি মাদরাসার দুই শিক্ষক ও দুই ছাত্রকে গ্রেফতার করে। বঙ্গবন্ধুর ওই ম্যুরালটি ভাঙচুরের ঘটনার পর থেকে সেখানে সার্বক্ষণিক তিনজন পুলিশ মোতায়েন রাখা হয়।

আল-মামুন সাগর/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।