বসতঘরে তৈরির সরঞ্জামসহ ১০ বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল। অভিযান টের পেয়ে আত্মগোপন করেন বাড়ির মালিক আব্দুল জব্বার।

Bomb-(2).jpg

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আব্দুল জব্বার পেশায় গাছী (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী)। পাশাপাশি তিনি গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে তার বাড়ির আশপাশে ঘিরে অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে তার বসতবাড়ির শয়ন কক্ষের বাক্সের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি, দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। অভিযানে ঘর থেকে বের করা হয় বোমা তৈরির সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম।

আব্দুল জব্বারকে গ্রেফারেরর চেষ্টা চলছে জানিয়ে ওসি আরও বলেন, জব্বারের নামে মামলা করা হবে। বোমাগুলো পানিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।