বৃষ্টির প্রভাবে দাম বাড়লো পেঁয়াজের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

বাজারে ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। এরমধ্যেই গত দুদিনের বৃষ্টির প্রভাবে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দু’দিনের ব্যাবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দু’দিনের ব্যাবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়।

পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই। বৃষ্টির কারণে দুদিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দামও কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

পেঁয়াজের ক্রেতা আহান আলী বলেন, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির দাম বেড়ে গেছে। বাজারে ভারতীয় পেঁয়াজ খুবই কম। দেশি পেঁয়াজের দাম হাতের নাগালেই ছিল। হঠাৎ দাম এক লাফে ৬ টাকা বেড়ে গেছে।

রহিম নামের এক ক্রেতা বলেন, হঠাৎ করে হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগেও ২২ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। এমনিই বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না, এভাবে দাম বাড়লে আমাদের জন্য অসুবিধা।

মাহাবুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।