সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকলো পাঁচ বন্যহাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

ভারতীয় সীমানা অতিক্রম করে যাদুকাটা নদী পার হয়ে পাঁচটি বন্যহাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকায় প্রবেশ করেছে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) ভোরে হাতিগুলো যাদুকাটা নদী পার হয়ে নদী তীরের পার্শ্ববর্তী এই টিলায় অবস্থান করছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

হাতির আগমনে পুরো বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকায় আতংক বিরাজ করছে। হাতির ভয়ে কেউ কাজে কিংবা সীমান্তে জমির পাশে যেতে পারছেন না।

বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকার বাসিন্দা জমির মিয়া জাগো নিউজকে বলেন, প্রতিদিন আমি সীমান্তের জঙ্গল থেকে লাকড়ি এনে দিলে ঘরের চুলায় আগুন জ্বলে। কিন্তু আজ বাড়ির পাশে জঙ্গলে হাতি আসায় ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। তাই ঘরে চুলায় আগুনও জ্বলেনি।

বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকার বাসিন্দা সমির মিয়া জাগো নিউজকে বলেন, দিনতো কোনো রকমে পার করা যাবে। কিন্তু রাতে কী করে ঘরে থাকব? ছেলে-মেয়ে নিয়ে খুব আতংকে আছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জাগো নিউজকে বলেন, হাতিগুলোকে যাতে কেউ বিরক্ত না করে সেজন্য মাইকিং করে স্থানীয়দের সর্তক করা হচ্ছে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও বিজিবি এলাকায় অবস্থান করছে। কেউই যাতে আগত হাতিগুলোকে বিরক্ত না করে সেই নির্দেশ দেওয়া হয়েছে।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।