সওজের ‘জাদুকরি’ উদ্যোগে ভাগাড় হয়ে গেলো ফুলের বাগান
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড় উত্তর ও দক্ষিণ জনপদের অন্যতম সংযোগস্থল। এখানকার বিশাল ট্রাফিক মোড় এলাকাটি এখন ভরে গেছে সুন্দর ফুল বাগানে। স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল। অথচ কিছুদিন আগেও মোড় এলাকটি ছিল আবর্জনার ভাগাড়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগ বদলে দিয়েছে দাশুড়িয়া মোড় এলাকার পরিবেশ। সওজ বলছে তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।
স্থানীয়রা জানান, মোড় এলাকার বিরাট অংশ জুড়ে ছিল ময়লার স্তূপ। এতে মূল সড়কই সংকুচিত হয়ে গিয়েছিল। ফুটপাতে ছিল গ্যারেজ। লোকজন হাঁটার জায়গা পেত না। বাতাসে মিশে থাকত দুর্গন্ধ। অসহনীয় জলাবদ্ধতা ছিল। নিত্যদিন যানজট লেগেই থাকত। এ নিয়ে ক্ষোভের শেষ ছিল না পথচারী ও সাধারণ মানুষের। সওজের ‘জাদুকরি’ উদ্যোগ বদলে দিয়েছে দৃশ্যপট।

নিত্যদিনের যানজট, ধুলাবালি আর ময়লা-আবর্জনায় ভরপুর সেই মোড়ে এখন দৃষ্টিনন্দন ফুলের বাগান। ফুটে থাকে বাহারি রকমের ফুল। স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল। ম্যুরালের চারপাশে এখন শোভা পাচ্ছে ফুল।
দাশুড়িয়া ডিগ্রীপাড়া মহল্লার স্থানীয় বাসিন্দা আ. রশিদ বলেন, আগে এ সড়ক দিয়ে যেতে খারাপ লাগত। কেমন যেন রুক্ষ পরিবেশ ছিল। আর এখন খুব ভালো লাগে। ফুলের সৌন্দর্য মনটা কেড়ে নেয়। বিকেলে এই ফুলের সৌন্দর্য দেখতে আসেন অনেকেই।

কলেজছাত্র সুমন জানান, দাশুড়িয়া মোড় এখন ভাগাড় থেকে ফুলবাগানে রূপ নিয়েছে।
ব্যবসায়ী আবুল কালাম জানান, আগে ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ ছিল। ভাঙাচোরা সড়ক আর বাজে ড্রেনেজের কারণে একটু বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হত সব। এতে ক্রেতা-বিক্রেতাদেরও সমস্যা হত। এখন সবাই স্বস্তি পেয়েছে।

দাশুড়িয়া মোড় এলাকায় সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ করেছে সড়ক ও জনপথ বিভাগ। পাবনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে তাদের একটি নির্দেশনা ছিল জেলার গুরুত্বপূর্ণ সড়ক সুসজ্জিত করা। এরই ধারাবাহিকতায় দাশুড়িয়া মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন ও ফুল বাগান তৈরি করা হয়েছে।
পাবনা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইলিয়াস ফারুক বলেন, শুধু যানজট নিরসনই নয়, একইসঙ্গে সৌন্দর্য বৃদ্ধি করে মানুষের রুচিতে পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও জেলার অন্য গুরুত্বপূর্ণ সড়ক এভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে তাদের।
আমিন ইসলাম জুয়েল/এফএ/জেআইএম