মুজিবনগরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের অপরাধে নাসির শেখ (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৬ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আনন্দবাস ক্যাম্পের সদস্যরা। নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক সীমান্ত পিলার এনপি ১০৩ এর ৩ এস নিকটম বাংলাদেশের কাগমারী মাঠ থেকে তাকে আটক করে বিজিবি সদ্যরা।

৬ বিজিবি আনন্দবাস ক্যাম্পের কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম জানান, বিজিবির সদস্যরা সীমান্তে নিয়মিত টহল দিতে গেলে বাংলাদেশ অভ্যন্তরে কাগমারী মাঠ থেকে তাকে আট করা হয়। পরে নিয়মিত মামলা দিয়ে মুজিবনগর থানায় দেওয়া হয়েছে।

ওসি রাসেল মেহেদী জানান, আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্যরা নাসির শেখকে আটক করে মামলা করেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।