স্থগিত কেন্দ্রে ভাগ্য খুললো স্বতন্ত্রপ্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
আলাউদ্দীন আলা

যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের নির্বাচনে স্থগিত কেন্দ্রের ভোটে নৌকা প্রার্থীর কাছে পিছিয়ে থেকেও জিতলেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আলা। নৌকার প্রার্থী গৌতম রায়ের চেয়ে ৪৫৮ ভোটে পিছিয়ে ছিলেন মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দিন আলা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ সদর ইউনিয়নের স্থগিত নতুন মূলগ্রাম কেন্দ্রে দুই হাজার ১১৯ ভোটের মধ্যে এক হাজার ৭৩৪ ভোট পড়েছে। এরমধ্যে মোটরসাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা পেয়েছেন এক হাজার ১৭৩ ভোট, অন্যদিকে নৌকা প্রতীকের গৌতম রায় পেয়েছেন ৫১৩ ভোট।’

নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে আলাউদ্দিন আলা ছয় হাজার ১০২ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের গৌতম রায় পেয়েছেন পাঁচ হাজার ৯০০ ভোট।

বজলুর রশিদ জানান, ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের স্থগিত নির্বাচনে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।

এর আগে গত ৫ জানুয়ারি নির্বাচনে সকালে নতুন মূলগ্রাম কেন্দ্রে ৫০-৬০ যুবক জোর করে কেন্দ্রে ঢুকে ভোটারদের মারধর ও ইট ছুড়তে থাকেন। এক সময় বুথে ঢুকে ব্যালটে সিল মারতে থাকেন তারা। পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিখিল চন্দ্র দাস এ কেন্দ্রের ভোট স্থগিত করেন।

মিলন রহমান/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।