রাঙ্গামাটিতে ১৭ ইউপির চারটিতে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
রাঙ্গামাটির তিন উপজেলায় বিজয়ীরা

রাঙ্গামাটির তিন উপজেলার ১৭ ইউনিয়নে মাত্র চারটিতে নৌকার প্রার্থী ও বাকি ১৩টিতে স্বতন্ত্ররা জয়ী হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজয়ীদের মধ্যে লংগদু ইউনিয়নে কুলিনমিত্র চাকমা আদু (বিদ্রোহী), মাইনী ইউনিয়নে কামাল হোসেন কমল (বিদ্রোহী), ভাসাইন্যাদম ইউনিয়নে হযরত আলী (বিদ্রোহী), কালাপাকুইজ্যা ইউনিয়নে বারেক দেওয়ান (স্বতন্ত্র), গুলশাখালীতে শফিকুল ইসলাম (নৌকা), বগাচতরে আবুল বশর (নৌকা) ও আটারকছড়ায় অজয় মিত্র চাকমা (নৌকা)।

বাঘাইছড়ি উপজেলায় সারোয়াতলী ইউনিয়নে ভূপতি রঞ্জন চাকমা (স্বতন্ত্র), আমতলী ইউনিয়নে মজিবুর রহমান (বিদ্রোহী), খেদারমারা ইউনিয়নে বিল্টু চাকমা (স্বতন্ত্র), মারিশ্যা ইউনিয়নে আপন চাকমা (স্বতন্ত্র), বঙ্গলতলী ইউনিয়নে জ্ঞানজ্যোতি চাকমা (স্বতন্ত্র), সাজেক ইউনিয়নে অতুলাল চাকমা (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

এর আগে এ উপজেলার অন্য দুটি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন বাঘাইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের অলিভ চাকমা এবং রূপকারি ইউনিয়নে স্বতন্ত্রপ্রাথী জ্যাসমিন চাকমা।

শংকর হোড়/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।