ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পড়েছিল মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে রেলস্টেশনের প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানান কয়েকজন যুবক। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, ওই ব্যক্তির এখনও পরিচয় শনাক্ত হয়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।