ট্রাকচাপায় প্রাণ গেলো গীতিকারের
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় জামাল হোসেন (৩৭) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত জামাল হোসেন পেশায় গীতিকার ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উশিউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি গানের দল বাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসে। সেখান থেকে সিএনজিতে জেলার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের আওড়ারচর গ্রামে একটি বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার উশিউড়ায় সিএনজিটিকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে জামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন ও আরও ৩ জন আহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হাসনাত/এফএ/জেআইএম