যুবলীগ কর্মীর কব্জি বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

পিরোজপুরে নাদিম শেখ নামে যুবলীগের এক কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত ওহাব আলী শেখের ছেলে মো. সাইদ শেখ (৪২), মো. হাফিজ শেখ (৪০), মো. সহিদ শেখ (৪৮) এবং একই গ্রামের মজিবর শেখের ছেলে মো. মনির শেখ (৪০)।

থানা সূত্র জানায়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানকে কেন্দ্র করে যুবলীগ কর্মী নাদিম শেখকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় মামলার পর আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। সবশেষ মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, প্রধান আসামি সাইদের নেতৃত্বে এ হামলা হয়। সাইদসহ গ্রেফতারকৃতদের সকালে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।