রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ বগুড়া জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ ইউনিট হয়েছে বগুড়া জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ডিসেম্বরেও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ইউনিট হিসেবে বগুড়া জেলা পুলিশ সম্মাননা পেয়েছিল।

পুলিশ সুপার জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডের আলোকে বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারি মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন কার্যক্রম বিবেচনায় সামগ্রিক মূল্যায়ন করা হয়।

তিনি আরও জানান, ডিআইজি আব্দুল বাতেনের দিক নির্দেশনায় শুধু গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের পেশাদারত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে বগুড়ার শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।