ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজায়েল সদস্যসচিব হৃদয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল (বামে) ও সদস্যসচিব মোহসীন মিয়া হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েলকে আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহসীন মিয়া হৃদয়কে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আহমেদ শাহীন, সমীর চক্রবর্তী ও সাজিদুর রহমান।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ২২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।