খাটের নিচে মিললো ২৩৩ কার্টুন নকল সিগারেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে ২৩৩ কার্টুন নকল সিগারেটসহ মো. মোস্তফা (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা থেকে সিগারেটসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মাস্টার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মো. ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে ২৩৩ কার্টুন নকল সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিমের ছেলে মো. মোস্তফাকে আটক করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন জানান, আটককৃত মোস্তফা দীর্ঘ দিন থেকে ফুলগাজী ও পরশুরামসহ আশপাশের এলাকায় নকল সিগারেট বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল।

আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।