বাইক কেনার এক সপ্তাহ পর ট্রাকচাপায় প্রাণ গেলো কৃষি কর্মকর্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অফিসে যাওয়ার সময় ট্রাকচাপায় এ কে এম আশরাফ শান্ত (২৭) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শান্ত জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা এবং বিজয়নগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আরেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম সৃজন জাগো নিউজকে বলেন, শান্ত প্রতিদিন মোটরসাইকেলে নাসিরনগর থেকে বিজয়নগরে এসে অফিস করেন। গত সপ্তাহেই তিনি মোটরসাইকেল কেনেন। এজন্য তিনি সবাইকে মিষ্টিও খাওয়ান। মোটরসাইকেল কেনার পর আরও দু’দিন তিনি এটিতে চড়েই অফিসে আসেন।

হাদিউল ইসলাম আরও বলেন, রোববার সকালে অফিসে আসার পথে আখাউড়া-চান্দুরা সড়কের আলাদাউদপুর এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক।

নিহতের ভাই মো. সেলিম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় আমার ভাইয়ের মাথায় প্রচণ্ড আঘাত পান। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়ার পর বিকেল সোয়া ৫টার দিকে তিনি মারা যান। মরদেহ গ্রামের বাড়িতে আনা হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।