রাঙ্গামাটিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৮ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
বৃদ্ধ শহীদ মল্লিককে কারাগারে নেওয়া হচ্ছে

রাঙ্গামাটিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টায় শহীদ মল্লিক (৬০) নামের এক বৃদ্ধকে আট বছরের কারাদণ্ডসহ তিন লাখ টাকার অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে শহীদ মল্লিকের মুদি দোকানে পণ্য কিনতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় তাকে ধর্ষণচেষ্টা ও নির্যাতন করেন শহীদ মল্লিক। পরে ওই স্কুলছাত্রীর বাবা মামলা করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম বলেন, অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আগামী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ বাদীকে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মামলায় ব্যবহারযোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতির কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশন দেওয়া হয়েছে।

শংকর হোড়/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।