‘প্রেমের সুষম বণ্টন’ চেয়ে সিঙ্গেল সোসাইটির বিক্ষোভ
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ সিঙ্গেল সোসাইটি। দিবসটির প্রতিবাদ্য ছিল— ‘ভালোবাসার বাধ সাধি না, অশ্লীলতা করতে মানা’।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়তুল্লাহ ছাত্রাবাস থেকে মিছিলটি শুরু হয়। পরে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সিঙ্গেল সোসাইটির সভাপতি মেহেদী হাসান শাওনের সভাপতিত্বে ও সাধারণ সাংগঠনিক সম্পাদক আলামিন শিকদারের (হিমু) সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে যারা জুটি (ডাবল) হওয়ার চেষ্টায় আছেন তাদের পদত্যাগের জন্য বলা হয়।
‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’; ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’; ‘রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাঁটি’; ‘প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না’; ‘চাই চাই আমরা চাই প্রেমের সুষম বণ্টন চাই’; ‘একটা একটা মিঙ্গেল (জুটি) ধর ধইরা ধইরা সিঙ্গেল কর’ এরকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

এ বিষয়ে ভূগোল বিভাগের চতুর্থবর্ষের শোভন এহসান জাগো নিউজকে বলেন, ‘আজকাল নিঃস্বার্থভাবে কাউকে তেমন ভালোবাসতে দেখা যায় না। অনেক সম্পর্ক তাই খুব দ্রুত ভেঙে পড়ে। আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।’
তৃতীয়বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সাকিব বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবস মানে কেবল প্রেমিক-প্রেমিকার প্রেমকে বোঝায় না। দিনটিতে একজন মানুষ তার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের ভালোবাসা নতুন আঙ্গিকে প্রকাশ করতে পারে। এটাই তার বিশেষত্ব।’
সংগঠনের সভাপতি মেহেদী হাসান শাওন জাগো নিউজকে বলেন, প্রেম যেন সার্বজনীন হয়। আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ-লোকসানের হিসাব-নিকাশের ভিত্তিতে হয়ে থাকে। বিয়ের আগে তথাকথিত প্রেম বিসর্জন দিয়ে সার্বজনীন প্রেমে আসার আহ্বান জানান তিনি।
এন কে বি নয়ন/এসআর/এএসএম