নাসিরনগরে সন্তানের মরদেহ নিয়ে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্তানের মরদেহ সামনে নিয়ে সড়ক অবরোধ করেছেন বাবাসহ এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে উপজেলার হরিপুর-হবিগঞ্জ উপজেলার মাধবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়।

এর আগে সোমবার দুপুরে ট্রাকচাপায় মারা যায় রাসেল মিয়া। সে হরিপুর সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ার মো. আওয়াল মিয়ার ছেলে রাসেল।

jagonews24

নিহতের বাবা আওয়াল মিয়ার অভিযোগ, মাটি নিয়ে সড়ক নষ্ট করায় স্থানীয় একটি ইটভাটার মালিক কাপ্তান মিয়াকে বাধা দেই। পরে কাপ্তান মিয়া আমাকে হুমকি দেন। ট্রাকের সামনে যা পড়বে সব মাটির সঙ্গে পিষে দিতে তার লোকজনকে বলেন। সোমবার দুপুরে ট্রাকচাপায় আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, রাতে মামলা করতে নাসিরনগর থানায় যাই। সেখানে আমার লেখা মামলা না নিয়ে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়। ওসি বলছেন, যে উকিল দিয়ে মামলা লেখাই তার মামলা নেবে না। থানায় মামলা লিখলে নেবেন। আমার ছেলে হত্যা বিচার চাই।

jagonews24

অভিযোগ অস্বীকার করে মো. কাপ্তান বলেন, এ ঘটনায় ট্রাকচালক জড়িত। এতে আমার কোনো দোষ নেই। আমি কাউকে কোনো হুমকি দেইনি।

এ বিষয়ে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সমাধান হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।